ইনস্টাগ্রাম–টুইটারকে বিদায়

আজ বৃহস্পতিবার এমন ঘোষণা দিয়েছেন এ অভিনেত্রী। গত বছর শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছিলেন। পর্নোগ্রাফি মামলায় জামিন পাওয়ার পরপরই তাঁর অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেন। যাই হোক, কিছু দিন পরে একেবারে ব্যক্তিগত পর্যায়ে ফিরে এলেও এখনো রাজ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকেন।

রোহিত শোঠির ওটিটি কেন্দ্রিক ওয়েব সিরিজ পুলিশ ইউনিভার্সে ঢোকার পরপরই এমন সিদ্ধান্ত জানালেন শিল্পা শেঠি। মারকুটে অ্যাকশন ঘরানার পুলিশ কেন্দ্রিক ছবি করার জন্য বিখ্যাত রোহিত। ইতিমধ্যে ‘সিংহাম’, ‘সিম্বা’ ও ‘সূর্যবংশী’ দিয়ে বক্স অফিস কাঁপিয়েছেন। এখন ওটিটি প্ল্যাটফর্মেও পুলিশ নিয়ে সিরিজ তৈরি করছেন। দিল্লি পুলিশ নিয়ে তৈরি হচ্ছে এই সিরিজ। আমাজন প্রাইম ভিডিওতে দেখানো হবে।

পরিচালনা ও প্রযোজনা রোহিতেরই। ইতিমধ্যে সিদ্ধার্থ মালহোত্রা একজন পুলিশ অফিসার হিসেবে খবরের শিরোনাম হয়েছেন। এরপর নারী পুলিশ অফিসার হিসেবে দেখা গেল শিল্পাকে।