ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে চলে যাওয়া ইউরো টানেলের ভেতরে একটি প্রাইভেটকারবাহী ট্রেন বিকল হয়ে পড়ায় টানেলের ভেতর কয়েক ঘণ্টা আটকে ছিলেন কয়েকশ’ মানুষ।
বুধবার (২৪ আগস্ট) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের কালাইস থেকে যুক্তরাজ্যের ফোকস্টোনে যাচ্ছিলো লা শাটল নামে ট্রেনটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ফুটেজে দেখা গেছে, নিজেদের গাড়ি ফেলে রেখে এমারজেন্সি সার্ভিস টানেল দিয়ে বের হয়ে যাচ্ছেন ইউরো টানেল লা শাটলের যাত্রীরা।
লা শাটল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (২৩ আগস্ট) হঠাৎ করে ট্রেনটির অ্যালার্ম বাজতে শুরু করে।
বর্তমানে সেখানকার অবস্থা স্বাভাবিক হয়ে গেছে বলে জানিয়েছেন ইউরোটানেলের এক মুখপাত্র।
তিনি জানান, এ ধরণের ঘটনা অস্বাভাবিক হলেও বিরল নয়। তবে প্রাইভেট কারবাহী ট্রেনের চেয়ে লরিবাহী ট্রেনে এ ঘটনা বেশি ঘটে থাকে।
ট্রেনটিকে প্রথমে থামিয়ে এটিকে পরীক্ষানিরীক্ষা করা হয়। নিরাপত্তার স্বার্থে যাত্রীদেরকে আরেকটি শাটলে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, ইউরো টানেল লা শাটল নামের ট্রেনটি ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে ফ্রান্সের ককেলস থেকে ইংল্যান্ডের কেন্টে গাড়ি, মোটরসাইকেল, সাইকেলসহ যাত্রী পারাপার করে থাকে।