ইউক্রেনের জ্বালানি স্থাপনায় আবারও রাশিয়ার হামলা

ইউক্রেনের বিভিন্ন জ্বালানি স্থাপনায় আবারও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। একইসাথে খেরসন থেকে প্রত্যাহার করা রুশ সৈন্যরা হামলা জোরদার করেছে ইউক্রেনের পূর্বাঞ্চলে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দিনিপ্রোর একটি গ্যাস কারখানা ও মিসাইল কারখানায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এসব হামলায় একটি এলাকায় কমপক্ষে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সাম্প্রতিক সময়ে যুদ্ধের ময়দানে বেশ কয়েকটি পরাজয়ের পর ইউক্রেনের জ্বালানি স্থাপনার ওপর হামলা জোরদার করেছে রাশিয়া। তবে বুধবারের হামলা সম্পর্কে এখন পর্যন্ত মস্কো কোনও মন্তব্য করেনি।

এর আগে পোল্যান্ডের ইউক্রেন সীমান্তে একটি মিসাইল বিস্ফোরণের পর ইউক্রেনের মিত্ররা ধারণা করছিল, সেটি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ছিল যা ভুল করে পোল্যান্ডে গিয়ে পড়ে। তবে এর সাথে দ্বিমত পোষণ করে এর জন্য রাশিয়াকে দায়ী করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, বুধবার জাপোরিজঝিয়া অঞ্চলের একটি আবাসিক ভবনে রাতভর হামলায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে।

এদিকে, দিনিপ্রো শহরে হামলায় একটি শিল্প কারখানায় আগুন ধরে ১৪ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন সেখানকার আঞ্চলিক প্রধান।

ইউক্রেনের প্রধানমন্ত্রী জানিয়েছেন, দিনিপ্রোর পিভদেনমাশ মিসাইল কারখানায় বোমা হামলার ঘটনা ঘটেছে।

অন্যদিকে, নিকোপোল শহরের আশেপাশে প্রায় ৭০টির মতো গোলা বর্ষণ হয়েছে। এর ফলে পানি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন শহরটির হাজার হাজার বাসিন্দা।

সকাল আটটার দিকে কিয়েভে মিসাইল হামলার সতর্কতা জানিয়ে বাসিন্দাদের মোবাইলে বার্তা পাঠানো হয়। তবে স্থানীয় আকাশ নিরাপত্তা ব্যবস্থা অন্তত দুটি ক্রুজ মিসাইল ও দুটি ইরানি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয় বলে দাবি করেছেন সামরিক কর্মকর্তারা।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গাড়ি থেকে ধারণ করা একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে দিনিপ্রো শহরে বিস্ফোরণের ফলে কালো ধোঁয়া উড়ছে।

তিনি বলেন, ‘সন্ত্রাসীরা যাই বলুক আর যাই করুক, আমাদেরকে এই শীত অতিক্রম করতেই হবে এবং বসন্তে আরও শক্তিশালী হতে হবে এবং স্বাধীনতার জন্য আরও প্রস্তুত হতে হবে’।

image_pdfimage_print