আ.লীগ-স্বতন্ত্র হাড্ডাহাড্ডি লড়াই

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছেন। গতকাল অনুষ্ঠিত ভোটে ৫৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২০টিতে নৌকার প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অপর দিকে স্বতন্ত্ররা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৩৫টিতে। স্বতন্ত্র প্রার্থীদের বেশির ভাগই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। এছাড়া বাকি ১২টিতে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা জয়ী হয়েছেন।

এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৩৬টি ইউনিয়ন পরিষদে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহিংসতায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দুটি ইউনিয়ন পরিষদে দুজনের প্রাণহানি ঘটে। রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রাঙামাটি : রাঙামাটি পার্বত্য জেলার তিন উপজেলায় ১৭ ইউপিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। এগুলোর মধ্যে ছিল বাঘাইছড়ি উপজেলায় ৮টি, লংগদু উপজেলায় ৭টি ও জুরাছড়ি উপজেলায় ২টি।

এসব ইউপিতে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে আওয়ামী লীগ ৪, আওয়ামী লীগ বিদ্রোহী ৪, স্বতন্ত্র ৮ ও বিএনপির স্বতন্ত্র ১ জন বিজয়ী হয়েছেন।

নির্বাচিত চেয়ারম্যানরা হলেন-বাঘাইছড়ি উপজেলার সদর ইউনিয়নে অলিভ চাকমা (আ.লীগ), রূপকারী ইউনিয়নে জেসমিন চাকমা ওরফে ধনেশ্বর (স্বতন্ত্র), মারিশ্যা ইউনিয়নে আপন চাকমা (স্বতন্ত্র), আমতলী ইউনিয়নে মুজিবুর রহমান (আ.লীগ বিদ্রোহী), খেদারমারা ইউনিয়নে বিলটু চাকমা (স্বতন্ত্র), সারোয়াতলী ইউনিয়নে ভুপতি রঞ্জন চাকমা (স্বতন্ত্র), বঙ্গলতলী ইউনিয়নে জ্ঞান জ্যোতি চাকমা (স্বতন্ত্র) ও সাজেক ইউনিয়নে অতুলাল চাকমা (স্বতন্ত্র), লংগদু উপজেলার মাইনিমুখ ইউনিয়নে কামাল হোসেন কমল (আ.লীগ বিদ্রোহী), গুলশাখালী ইউনিয়নে মো. শফিকুল ইসলাম (আ.লীগ), কালাপাকুজ্জ্যা মো. আব্দুল বারেক দেওয়ান (বিএনপি স্বতন্ত্র), ভাসাইন্যাদম ইউনিয়নে মো. হযরত আলী (আ.লীগ বিদ্রোহী), বগাচতর ইউনিয়নে মো. আবুল বাশার (আ.লীগ), আটারকছড়া ইউনিয়নে অজয় চাকমা (আ.লীগ) ও লংগদু ইউনিয়নে কুলিন মিত্র চাকমা আদু (আ.লীগ বিদ্রোহী) এবং জুরাছড়ি উপজেলার সদর ইউনিয়নে ইমন চাকমা (স্বতন্ত্র) ও বনযোগীছড়া ইউনিয়নে, সন্তোষ বিকাশ চাকমা (স্বতন্ত্র)। তাদের মধ্যে অলিভ চাকমা (আ.লীগ) ও জেসমিন চাকমা ওরফে ধনেশ্বর (স্বতন্ত্র) বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নোবেল কুমার সিংহ ১৯৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

দেবিদ্বার (কুমিল্লা) : কুমিল্লার দেবিদ্বারে ২টি ইউপিতে ইভিএমে ভোটগ্রহণ করা হয়। এ দুটি ইউপিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন, গুনাইঘর দক্ষিণ ইউনিয়নে মো. হুমায়ুন কবির (নৌকা) ও বরকামতা ইউনিয়নে নুরুল ইসলাম (নৌকা)।

ভূঞাপুর (টাঙ্গাইল) : অবশেষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থগিত কেন্দ্রের ফলাফলে ৬৫৫ ভোটের ব্যবধানে চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম রফিক।

জকিগঞ্জ (সিলেট) : সিলেটের জকিগঞ্জে স্থগিত হওয়া সুলতানপুর ইউপির গণিপুর ভোটকেন্দ্রে সোমবার ভোটগ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম পেয়েছেন ৫৯৩ ভোট। তিনি ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৪০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পুঠিয়া (রাজশাহী) : রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর ইউনিয়নের স্থগিত এক কেন্দ্রের ভোটগ্রহণ শেষ হয়েছে। এতে মোট ১২ হাজার ৭২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আনারস) আব্দুর রাজ্জাক দুলাল।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় সদর উপজেলার তিতুদহ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. শুকুর আলী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১০৩ ভোট।

গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নে ৪র্থবার চেয়ারম্যান বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মো. জয়নাল আবেদিন। সোমবার স্থগিত দুই কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয়। মো. জয়নাল আবেদিন ২৬১০ ভোট পান। ফলাফলে দেখা যায় নৌকা প্রতীকের মো. জয়নাল আবেদিন ৫৩৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তানোর (রাজশাহী) : রাজশাহীর তানোরে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সরকার সাইদকে পরাজিত করে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোজাম্মেল হক নির্বাচিত হয়েছেন। তিনি নিকটতম প্রার্থীর চেয়ে ৯৫ ভোট বেশি পেয়েছেন।

রংপুর : মিঠাপুকুর উপজেলার ১নং খোড়াগাছ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আসাদুজ্জামান, ২নং রাণীপুকুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু ফরহাদ পটু, ৩নং পায়রাবন্দ ইউনিয়নে জামায়াতের মাহবুবার রহমান মাহবুব, ৪নং ভাংনী ইউনিয়নে জামায়াতের আব্দুল্যাহ আল মামুন, ৫নং বালারহাট ইউনিয়নে জামায়াতের মাওলানা আবুল হাসনাত রতন, ৬নং কাফ্রিখাল ইউনিয়নে জামায়াতের জয়নাল আবেদীন মাস্টার, ৭নং লতিবপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ইদ্রিস আলী, ৮নং চেংমারী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী রেজাউল কবির টুটুল, ৯নং ময়েনপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মোকছেদুল আলম সরকার মুকুল, ১০নং বালুয়া মাসিমপুর ইউনিয়নে জামায়াতের মো. শাহজাহান মিয়া, ১১নং বড়বালা ইউনিয়নে বিএনপির তরিকুল ইসলাম সরকার স্বপন, ১২নং মিলনপুর ইউনিয়নে আওয়ামী লীগের আতিয়ার রহমান, ১৩নং শাল্টি গোপালপুর ইউনিয়নে বিএনপির হারুন অর রশিদ তালুকদার, ১৪নং দুর্গাপুর ইউনিয়নে আওয়ামী লীগের সাইদুর রহমান তালুকদার, ১৫নং বড় হয়রতপুর ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুল মতিন, ১৬নং ইউনিয়নে জামায়াতের মাওলানা শফিকুল ইসলাম ও ১৭নং ইমাদপুর ইউনিয়নে জামায়াতের শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।