Shakib came to the field to stop Abahani's Jayarath

জিতলেই এবারের মৌসুমের শিরোপা নিশ্চিত হবে আবাহনীর। কিন্তু ছেড়ে কথা বলার পাত্র নয় শেখ জামাল। খালেদ মাহমুদ সুজনের শিষ্যদের জয়রথ থামাতে শেখ জামাল বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে। অভিজ্ঞ এই ক্রিকেটার দেশের বাইরে থাকলেও গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দেশে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে আবাহনীর বিপক্ষে ব্যাটিংয়ে নামে শেখ জামাল। ম্যাচটিতে শেখ জামালের একাদশে রয়েছেন সাকিব আল হাসান।


আজকের ম্যাচে জিতলেই চ্যাম্পিয়ন এই সমিকরণ নিয়ে সুপার লিগের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। জাতীয় দলের জন্য ১০ ক্রিকেটার ছেড়ে দেয়া আর খালেদ-জয়ের ইনজুরিতে ১১ ক্রিকেটার মেলাতেই হিমশিম খেয়েছে আকাশী-নীলরা। ম্যাচটিতে মোসাদ্দেক হোসেন সৈকতকে অধিনায়ক করে একাদশ ঘোষণা করেছে আবাহনী।