আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ১ কোটি ৯০ লাখ কোটি টাকা

যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া আফগান যুদ্ধে দুই দশকেও শান্তির দেখা মেলেনি কখনোই। বরং বছরের পর বছর তাড়া খেয়ে বেড়ানো তালেবানই আবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে, হাজার হাজার সেনার দেহ কফিনবন্দি করে, দেশের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ শেষ করে খালি হাতেই আফগানিস্তান থেকে ফিরতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ২০ বছরব্যাপী ‘সন্ত্রাসদমন’ যুদ্ধে দেশটির খরচ হয়েছে দুই লাখ ২৬ হাজার কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৯০ লাখ কোটি টাকারও বেশি।

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ওয়াটসন ইনস্টিটিউটের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আলজাজিরার খবরে বলা হয়েছে, ওয়াটসন ইনস্টিটিউটের বিশেষ ‘কস্ট অব ওয়ার’ প্রকল্পের অধীন এই প্রতিবেদনে জানানো হয়, মোট খরচের মধ্যে প্রায় ১ লাখ কোটি ডলার (৮৪ লাখ কোটি টাকা) সরাসরি যুদ্ধে প্রতিরক্ষা মন্ত্রণালয় খরচ করে। অপরদিকে যুদ্ধের ফলে ঋণের সুদ বাবদ ৫৩ হাজার কোটি ডলার (৪ লাখ ৪৯ হাজার কোটি টাকা) খরচ হয়।

আফগানিস্তানের সামরিক ও নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণে ও অস্ত্র সজ্জিত করায় ২০০২ সালের মে থেকে এই বছরের মার্চ পর্যন্ত ৮ হাজার ৮০৮ কোটি ডলার (৭ লাখ ৪৯ হাজার কোটি টাকা) খরচ করা হয়। যা বাংলাদেশের চলতি বছরের বাজেটের চেয়েও বেশি। আফগান সামরিক ও নিরাপত্তা বাহিনীতে মোট ৩ লাখ সদস্য কর্মরত ছিল। এই খরচ মেটাতে হিমশিম খায় দেশটি। দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র।

 

 

 

 

image_pdfimage_print