আফগানিস্তানে বিদেশি বিনিয়োগের আহ্বান তালেবানের

আফগানিস্তানে বিনিয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। দেশটির অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বিদেশি বিনিয়োগের কোনো বিকল্প নেই- বলে জানিয়েছেন আফগান কৃষিমন্ত্রী।

রোববার (১ জানুয়ারি) এক বিবৃতিতে আফগানিস্তানে বিদেশি বিনিয়োগে আহবান জানা তালেবান নিযুক্ত আফগান কৃষিমন্ত্রী নুরুদ্দিন আজিজি।

বিবৃতিতে আফগান কৃষিমন্ত্রী নুরুদ্দিন আজিজি বলেন, আমরা অবশ্যই বিদেশি বিনিয়োগ চাই। কৃষি, শিল্প, খনিজসহ আমাদের বিভিন্ন খাত রয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ বিনিয়োগ করতে পারে। এরইমধ্যে, ইরান এবং রাশিয়ার সাথে আমাদের চুক্তি হয়েছে। কৃষি খাতে বিনিয়োগে তেহরানের সাথে আলোচনা অনেক দূর এগিয়েছে। খনিজ সম্পদের ক্ষেত্রেও আলোচনা চলছে রাশিয়ার সাথে।