আজ পূর্ণিমার জন্মদিন।

আজ বাংলাদেশ সিনেমার জগতের জনপ্রিয় নায়িকা পূর্ণিমার জন্মদিন আজ।১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত “এ জীবনে তোমার আমার‘“ সিনেমায় অভিনয়র মধ্য দিয়ে নায়িকা হিসাবে অভিষেক হয় তার। আজকে জন্মদিন নিয়ে বিশেষ কোন আয়োজন নে, তার, করনার কারনেই  পরিবারের সঙ্গে সময় কাটবে তার।

আগামী ঈদে পূর্ণিমাকে কোন নাটক অবিনয়ে দেখা যাবে না। কিন্তু এই মধ্যে ২ টি সিনেমার কাজ শেষ করেছেন। তবে সিনেমা ২টি কবে মুক্তি পাবে এখনো নিশ্চত নয় । কারন করনার কারনে বাংলাদেশেন মানুষ জীবন এখন বিপর্যস্ত।