অসাম্প্রদায়িক চেতনার দেশ হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছি: প্রধানমন্ত্রী

শান্তি-সত্যের পথ ধরে, সমান অধিকার নিয়ে দেশে বসবাস করবে সবাই। সব ধর্মের মানুষের জন্যই কাজ করছে সরকার। অসাম্প্রদায়িক চেতনার দেশ হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছি। এখানে সকলের সমান অধিকার রয়েছে। এমনটি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২১ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে নিজ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। সবাইকে বড় দিনের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই বাংলাদেশে সকল ধর্মের মানুষ এক হয়ে বসবাস করবে। দেশের উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছি। সবাই সবার ধর্ম পালন করবে। ধর্ম যার যার, উৎসব সবার। এদেশে প্রতিটি ধর্মের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আছে। মাঝে অনেক ঝড়-ঝঞ্ঝা গেছে। ২০০১’র পর সব ধর্মের মানুষের উপর আঘাত এসেছে। আমরা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছি। সবার জন্য আমরা কাজ করি।

এর আগে, নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জের জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। দুই চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এ দুই জেলার নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।