সাভারের আশুলিয়ায় অপহরণের ৪ ঘণ্টা পর অপহৃত ১২ বছরের এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাব-৪। এ ঘটনায় মদ্যপ অবস্থায় থাকা অপহরণকারী দলের ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অপহরণের শিকার ওই কিশোরী তার দর্জি বাবার সাথে আশুলিয়ার গাজিরচট এলাকায় ভাড়া বাসায় থেকে একটি মাদ্রাসায় লেখাপড়া করতো।
গ্রেফতারকৃতরা হলো- কুষ্টিয়া জেলার মো. মিলন হোসেন হৃদয় (২৪), ঢাকা জেলার মো. আরিফ (২১), মো. মেহেদী হাসান (১৯), মো. সোহাগ খান (১৯), মো. আবু হাসনাত (১৯), মো. শাওন ইসলাম (২০), মো. আজম আলী (২০), মো. সুমন ইসলাম (১৯), মো. রবিন (২২), জামালপুর জেলার আব্দুল আহাদ (২০) ও খুলনা জেলার মো. রাজু (২০)।
র্যাব জানায়, শনিবার ভুক্তভোগী শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার পথে তাকে জোরপূর্বক অপহরণ করে আসামিরা। এরপর ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেলের মাঝখানে বসিয়ে প্রায় এক ঘণ্টা ঘোরাঘুরি করে গাজিরচট আড়িয়ারার মোড় এলাকার একটি নির্মাণাধীন ভবনে আটকে রাখে। এসময় চক্রের অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত হয়ে মদ্যপান করে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি জানাজানি হলে ওই কিশোরীর বাবা ঘটনাটি র্যাবকে জানালে ওই এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদেরকে গ্রেফতার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করে র্যাব। এসময় অপহরণকারীদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, ৪০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোরাই মদ, ২ টি গিয়ার চাকু, ২ টি গাঁজা সেবনের কলকি এবং ১ টি হেমার উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।