Want to participate in Aparup Bangla

own reporter

বিশদ বর্ণনার চেয়ে মূল উদ্দেশ্যটা বুঝানোর জন্য একটি ছবিই যথেষ্ট। একটি ছবি অনেক কথাই বলে। অনেক অর্থ বহন করে। কথা বলে সুখ, দুঃখ, হাসি ও কান্নাসহ আরো কত কী! বলে জীবনের পাওয়া না পাওয়ার কষ্টের কথা। সেই সঙ্গে বলে অনাগত ভবিষ্যতের কথাও। হোক সে কথাগুলো দৃশ্যমান বা কল্পনায় আঁকা৷ ছবিতে একজন ফটোগ্রাফার তাই ফুটিয়ে তোলার চেষ্টা করে থাকেন৷

প্রিয় পাঠক, আপনিও অংশগ্রহণ করতে পারেন “অপরূপ বাংলা” আমাদের এই আয়োজনে। এ জন্য আপনি নিজের তোলা ছবি পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে। সেখান থেকে বাছাই করে প্রতিদিন ছবি প্রকাশিত হবে আমাদের ফেসবুক পেইজে (https://facebook.com/prodipto.news)। প্রতি সপ্তাহের শুক্রবারের মধ্যে যার ছবিতে সব চেয়ে বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার হবে তাদের মধ্য থেকে একজনকে প্রদান করা হবে পুরস্কার (মোবাইল রিচার্জ)।

ছবি পাঠানোর নিয়মাবলী :
১। আপনার মোবাইল কিংবা ক্যামেরায় তোলা যেকোন ছবি ই-মেইলে পাঠিয়ে দিন। ই-মেইল : prodipto.news@gmail.com এছাড়া WhatsApp এ আপনি ছবি পাঠাতে পারেন। WhatsApp নম্বর : +8801852-119103 (কল দেওয়া যাবে না)
২। ছবির সাথে আপনার নাম ও মোবাইল নম্বর পাঠানো বাধ্যতামূলক।
৩। যে ক্যামেরা বা মোবাইল দিয়ে ছবি তুলবেন তার বিবরণ৷
৪। ছবির রেজুলেশন যত ভালো থাকবে; ছবি প্রকাশের জন্য তত সম্ভাবনা থাকবে।
৫৷ ছবি তোলার স্থান এবং একটি উপযুক্ত ক্যাপশন দিতে হবে৷

শর্তাবলী :
১। কোন অবস্থাতেই অন্য কারও তোলা ছবি নিজের বলে পাঠানো যাবে না।
২। ছবির মধ্যে কোন ধরণের লেখা (প্রতীক) গ্রহণযোগ্য নয়।
৩। সাদা-কালো ছবি গ্রহণযোগ্য নয়।
৪। সামাজিক অবক্ষয় কিংবা প্রতিযোগীতায় যায় না এমন ছবি পাঠানো যাবে না।
৫। মেসেজে অনুরোধ বা মোবাইল নাম্বারে যোগযোগ করা যাবে না৷

image_pdfimage_print