অকাতরে উইকেট বিলোচ্ছেন বাংলাদেশের ব্যাটাররা

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে মহাবিপদে পড়ে বাংলাদেশ দল। যথারীতি টপ অর্ডারের তিন ব্যাটার ব্যর্থ হন। অভিষিক্ত মাহমুদুল হাসান জয় ৭ বল খেলে ‘ডাক’ মারেন। আরেক ওপেনার সাদমান ইসলাম ২৮ বলে ৩ রান করে ফিরেন। দুটি উইকেটই নিয়েছেন সাজিদ খান। চার নম্বরে নামা অধিনায়ক মুমিনুল হক দৃষ্টিকটুভাবে রান-আউট হয়ে যান ১ রান করে। ২২ রানে ৩ উইকেট হারানোর পর শান্তকে নিয়ে লড়ছিলেন মুশফিকুর রহিম।

স্কোরবোর্ডে ৯ রান যোগ হতেই আবার ভাঙন। সাজিদ খানকে দারুণ কাভার ড্রাইভে বাউন্ডারি মেরে পরের বলেই ক্যাচ তুলে দেন মুশফিক (৫)। এরপর নাজমুল হোসেন শান্তও নুমান আলীকে তেঁড়েফুড়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন। তবে নো বল হওয়ায় সে যাত্রায় বেঁচে যান। তখন তিনি ২১ রানে ব্যাট করছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৩ রান। ফলোঅন এড়াতে লাগবে আরও ৫৮ রান।

আজ মঙ্গলবার ২ উইকেটে ১৬৬ রান নিয়ে ঢাকা টেস্টের চতুর্থ দিনে খেলতে নামে পাকিস্তান। সকালে দুটি উইকেট তুলে নেন দুই পেসার ইবাদত হোসেন আর খালেদ আহমেদ। ১৪৪ বলে ৫৬ রান করা আজহারকে লিটন দাসের গ্লাভসবন্দি করেন ইবাদত। তারপর বাবর আজম ১২৬ বলে ৭৬ রান করে খালেদের শিকার হন। দুই দিন যেহেতু বৃষ্টিতে নষ্ট হয়েছে, তাই আজ ৪ উইকেটে ৩০০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।