আগামী ছয় জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের আসর শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। গতবারের মতো এবারও তিনটি ভেনু যথাক্রমে, -ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
আসরের উদ্বোধনী দিনেই ঢাকার মিরপুরে গড়াবে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকারসের। পরের ম্যাচেই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
নবম আসরে সাতটি দল লড়াই করবে, এক মাসের বেশি সময় যাবত ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে তিনটি ভেনুতে।
দিনে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে প্রথম খেলাটি মাঠে গড়াবে বেলা দুটায়। আর দ্বিতীয় ম্যাচটি হবে সন্ধ্যা সাতটায়। তবে শুক্রবার দিনের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আড়াইটায়, আর দ্বিতীয় ম্যাচ হবে সন্ধ্যা সোয়া সাতটায়।
প্লে-অফ এবং ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডের ব্যবস্থা করা হয়েছে।
টুর্নামেন্টের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
১২ ফেব্রুয়ারি হবে প্রথম এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ। একদিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। ফাইনাল ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।