৫ সেকেন্ডের মধ্যে পকেট থেকে মোবাইল ফোন হাওয়া করতে পারেন তিনি

সংবাদ সম্মেলন করার সময় মুঠোফোন ও নগদ টাকা হারিয়েছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মো. মাসুদ সারওয়ার। এটা গত ২৩ এপ্রিলের কথা। ঈদুল ফিতরের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে ছিল এ সংবাদ সম্মেলন। সেই পরিবেশে তাঁর পকেট থেকে মোবাইল ফোনের দুটি সেট, একটি ওয়ালেট এবং ৪৫ হাজার টাকা চুরি হয়। ঢাকা মহানগর গোয়েন্দা গুলশান বিভাগ ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই চোর চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে।

অভিযান তদারকি কর্মকর্তা ডিবি গুলশান বিভাগের উপ কমিশনার মশিউর রহমান প্রথম আলোকে এসব তথ্য জানান।

জিজ্ঞাসাবাদে এসব ব্যক্তি বলেছেন, কীভাবে মুহূর্তের মধ্যে তাঁরা মুঠোফোন পকেট থেকে চুরি করতে পারেন। তাঁরা জানিয়েছেন, এসব চুরি যাওয়া ফোন কীভাবে বিক্রি করতেন। আর কেমন করে এসব কাজে তাঁদের ‘দক্ষতা’ তৈরি হলো, তা–ও বিশদে বলেছেন ডিবিকে।