In 24 hours, men die twice as much as women due to Corona

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নারীর তুলনায় পুরুষের সংখ্যা দিগুণ। নতুন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৪ জন এবং নারী ৭ জন।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৬৫ জনে। এর মধ্যে ১৮ হাজার ৪৯৯ জন পুরুষ এবং ১০ হাজার ৪৪৬ জন নারী। শতাংশের হিসাবে ৬৩ দশমিক ৮৭ শতাংশ পুরুষ এবং নারী ৩৬ দশমিক ১৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৯৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ জনে। এ সময় সুস্থ হয়েছেন ৯ হাজার ২৫২ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৫৪ হাজার ৫৮৪ জন।

Read more: দেশে করোনায় মৃত্যু অনেক বাড়ল

সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২৫ হাজার ৪০৫ জনের। শনাক্তের হার ৭ দশমিক ৮২ শতাংশ।
এর আগে, শনিবার (১৯ ফেব্রুয়ারি) দেশে করোনাভাইরাসে ১৩ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া রোগী শনাক্ত হয়েছিলেন ২ হাজার ১৫০ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪২ কোটি ৩৭ লাখ ১৮ হাজার ৯৭৯ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৮১৫ জনে। আর সুস্থ হয়েছেন ৩৪ কোটি ৮৭ লাখ ১০ হাজার ৩৫০ জন।