Pradipta entered the 2nd year

প্রিয় পাঠক/পাঠিকা
আসসালামু আলাইকুম
আজ প্রদীপ্ত’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় বর্ষে পদার্পণ ৷ আজকের এ দিনে আপনাদের জানাই শুভেচ্ছা, অভিবাদন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনাদের সবার সহযোগিতা আর অংশগ্রহণ নিয়েই প্রদীপ্ত আজ এতদূর এসেছে।

১লা জুন ২০১৯ সালে ‘সাহিত্য সাময়িকী প্রদীপ্ত’ প্রকাশের মাধ্যমে যাত্রা শুরু প্রদীপ্ত’র ৷ যা পরবর্তীতে অনলাইন নিউজ পোর্টাল “ prodipto.news – Prodipto TV এবং প্রদীপ্ত লেখক ফোরাম ”-এ প্রকাশ পায়। প্রদীপ্ত’র শুরু থেকে পাঠকের ভালোবাসায় সিক্ত। আমরা এ কথা ভেবে আপ্লুুত বোধ করি যে, প্রদীপ্ত’র পাঠকসংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে।

Anwar Hossain

সূচনা থেকে প্রদীপ্ত সামাজিক বিভিন্ন কাজ করেছে৷ ‘সাহিত্য সাময়িকী প্রদীপ্ত’ প্রকাশের মূল লক্ষ্য হচ্ছে, সৃজনশীল লেখক-লেখিকা ও পাঠক সংখ্যা বৃদ্ধি করা। কেননা প্রযুক্তির ছোঁয়ায় বর্তমান প্রজন্মের ব্যাপক অংশ ইন্টারনেট, ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি ঝুঁকেছে ৷ এই প্রজন্মকে সঠিক ভাবে কাজে লাগাতে মফস্বলসহ দেশের সকল স্কুল-কলেজের অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের বই পড়ার অভ্যাস সৃষ্টি করা এবং প্রতিভাবান লেখক-লেখিকাদের সুযোগ দেওয়ার লক্ষ্যে প্রদীপ্ত প্রতিষ্ঠিত হয় ৷

আশা করি, সামাজিক ও রাষ্ট্রীয় কাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ‘প্রদীপ্ত’। শুরুতেই শত প্রতিকূলতা উপেক্ষা করে ‘সাহিত্য সাময়িকী প্রদীপ্ত’ প্রকাশ করা ছিল দুঃসাহসী এক অভিযান। দুঃসাহসী ওই যাত্রায় যারা আমাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি রইলো সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা।

প্রদীপ্ত কোনো দলের মুখপত্র হব না, জনগণের পক্ষে কোনো সত্য উচ্চারণে আমরা শঙ্কিত হব না; সৎ ও সাহসী সাংবাদিকতা করব। আমরা পেশাদারি দক্ষতা ও উৎকর্ষ অর্জনে সব সময় সচেষ্ট থাকব। আমরা পরিবর্তনের সহযোগী হব। আমরা গণতন্ত্র আর মুক্তিযুদ্ধের পক্ষের মূল্যবোধকে ধারণ করব, নারী-শিশুর অধিকার, আদিবাসী ও সংখ্যালঘু অধিকারের পক্ষে জোরালো ভূমিকা রাখব। সেই সব লক্ষ্যে আমরা অবিচল রয়েছি।

আমি বিশ্বাস করি সামাজিক ও রাষ্ট্রীয় কাজে প্রদীপ্ত’র সকল কার্যক্রম উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সমাজের সাহিত্য প্রেমী ও সমাজ সেবায় নিবেদিত ব্যক্তির প্রতি অনুরোধ থাকবে প্রদীপ্ত’র পথচলার বন্ধু হয়ে আপনিও পাশে থাকতে পারেন। আসুন আমরা সবাই মিলে সমাজ ও দেশ সেবায় অংশগ্রহণ করি।

আনোয়ার হোসেন
লেখক ও সাংবাদিক
প্রকাশক – প্রদীপ্ত
প্রতিষ্ঠাতা – প্রদীপ্ত লেখক ফোরাম