হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা জানালেন সুস্মিতা সেন

ভারতীয় অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন জানিয়েছেন, সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে এনজিওপ্লাসটি করার পর বর্তমানে তিনি সুস্থ আছেন বলে ভক্তদেরকে আশ্বস্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার (২ মার্চ) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে বাবা সুবীর সেনের সাথে একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে নিজের অসুস্থতার কথা জানান সুস্মিতা সেন।

তিনি লিখেছেন, ‘আপনার হৃদয়কে সুখী এবং সাহসী রাখুন, এবং এটি আপনার পাশে দাঁড়াবে যখন আপনার তাকে সবচেয়ে বেশি দরকার (আমার বাবা @সেনসুবিরের জ্ঞানের বাণী)। কয়েকদিন আগে আমি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলাম… এনজিওপ্লাসটি করা হয়েছে…স্টেন্ট বসানো হয়েছে…এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার কার্ডিওলজিস্ট পুনরায় নিশ্চিত করেছেন ‘আমার একটি বড় হৃদয় আছে’। সময়মত সাহায্য এবং গঠনমূলক পদক্ষেপের জন্য অনেককে ধন্যবাদ জানাতে হবে…অন্য পোস্টে তা করব! এই পোস্টটি শুধুমাত্র আপনাদের (আমার শুভাকাঙ্খী এবং প্রিয়জনদের) সুসংবাদ সম্পর্কে অবহিত রাখার জন্য… যে সব ঠিক আছে এবং আমি আবার কিছু জীবনের জন্য প্রস্তুত!!! আমি আপনাদেরকে অনেক ভালোবাসি!!!!’

পোস্টের কমেন্টে এই অভিনেত্রীর ভক্তরা তার সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করেন।

২০১৯ সালে সুস্মিতা সেন কিছুদিনের জন্য অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে উদ্ধৃত করে পিঙ্কভিলা জানায়, তিনি তার অসুস্থতার মধ্যে নিজেকে আরও ভালভাবে প্রকাশ করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে যোগ দিয়েছেন। সুস্মিতা সেনকে শীঘ্রই ‘আর্য’ সিরিজের তৃতীয় সিজনে দেখা যাবে।

image_pdfimage_print