হিমাচলে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত সাত

ভারতের হিমাচল প্রদেশে পর্যটকদের বহন করা একটি গাড়ি খাদে পড়ে কমপক্ষে সাত জন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বারাণসীর তিন শিক্ষার্থীও রয়েছেন।

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুল্লু জেলার বানজার সাব ডিভিশনের ঘিয়াঘি এলাকায় পর্যটকবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গিরি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ পর্যটকের।

গুরুতর আহতদের স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন এবং উদ্ধারকাজ শুরু করেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কয়েকজনের জখম গুরুতর বলে জানা গেছে।

হিমাচলের পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় হতাহতরা ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা। এরইমধ্যে নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক ও হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাঁকুর।

image_pdfimage_print