The thief confessed to the murder

বাড়িতে চুরি ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামি দায় স্বীকার করে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।

সিংগাইর থানার ওসি মো. সফিকুল ইসলাম মোল্লা গতকাল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

সিংগাইরে সেই দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ওসি জানান, গত শনিবার রাতে মানিকগঞ্জ সদর থানার বেতিলা ইউনিয়নের পূর্ব অরঙ্গবাদ গ্রামে আব্দুল মালেকের বাড়িতে ঘরের তালা ভেঙে চুরি হয়। পালানোর সময় ধাওয়া করলে তাদের লোহার রডের আঘাতে গৃহকর্তার ছোট ভাই তারা মিয়া আহত হন। পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে তিনি মারা যান। কয়েক ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত দুই চোর জাহিদ হোসেন ও শরীফকে গ্রেফতার করা হয়।