আকস্মিক সফরে সৌদি আরব যাওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর রয়টার্সের।
শুক্রবার (১৯ মে) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, জি সেভেন বৈঠকে যোগ দিতে জাপানে সফর করবেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। সেখান থেকেই পৌঁছাবেন সৌদি আরবে। ফ্রান্সের একটি সরকারি বিমানে জাপান এবং মধ্যপ্রাচ্য সফর করবেন জেলেনস্কি।
রাশিয়া-ইউক্রেন সংঘাত ইস্যুতে শুরু থেকেই নিরপেক্ষ অবস্থানে রয়েছে আরব দেশগুলো। যদিও এর আগে দফায় দফায় কিয়েভকে ত্রাণ এবং আর্থিক সহায়তা করেছেন সৌদি আরব। সহায়তা ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের নেতাদের প্রভাবিত করতেই জেদ্দায় এই সফর জেলেনস্কির।