ইউনুছ শিকদার:
Noakhali সদরে ৮কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।আটককৃত মো. মিরাজ হোসেন (২৫) সোনাইমুড়ী উপজেলার বজরা ওসমান আলীর বাড়ীর মৃত আব্দুল হকের ছেলে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার রাতে নোয়াখালী সদরের মদুসুধনপুর এলাকায় ভাড়া বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানা পুলিশ তাকে আটক করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফজলুল কাদের পাটোয়ারী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মিরাজ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে প্ররণ করা হয়েছে।