Youth arrested on rape charges in Siddhirganj

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিয়ের কথা বলে এক নারীকে (৩১) ধর্ষণের অভিযোগে রোমান (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, রবিবার (১৪ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত রোমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার মৃত অহিদুল্লার ছেলে।

এই ঘটনায় শনিবার দিবাগত রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘ পাঁচ বছর ধরে ভুক্তভোগীর সঙ্গে রোমানের প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে রোমান বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর ভাড়া বাসায় তাকে ধর্ষণ করেন। একইভাবে গত ১২ আগস্ট রাতে রোমান তাকে আবারও ধর্ষণ করে। ওই সময় ভুক্তভোগী তাকে বিয়ের কথা বললে সে অস্বীকৃতি জানায়। এই বিষয় নিয়ে চাপ দিলে রোমান তাকে হত্যা করার হুমকি দেয়।

ওসি জানান, এই ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।