সন্তানদের ছিনিয়ে নিতে চায়, কাঁদতে কাঁদতে নওয়াজের স্ত্রী

যত দিন যাচ্ছে ততোই যেন জটিল রূপ ধারণ করছে নওয়াজ উদ্দিন ও তার স্ত্রী আলিয়ার দাম্পত্য কলহ। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) আলিয়া ফের অভিযোগের আঙুল তুললেন অভিনেতার বিরুদ্ধে। বললেন, নওয়াজ তার কাছ থেকে সন্তানদের ছিনিয়ে নিতে চায়। খবর আনন্দবাজারের।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন আলিয়া। তোলেন সন্তান চুরির অভিযোগ। তার দাবি, নওয়াজ তার দুই সন্তানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

আলিয়া কাঁদতে কাঁদতে বলেন, যে কোনোদিন জানতেই পারলো না সন্তান কীভাবে বড় হয়ে গেলো, এখন সে এসেছে তাদের দায়িত্ব নিতে। সে আসলে ভালো বাবা হওয়ার অভিনয় করছে।

বৃহস্পতিবার অভিনেতার বিরুদ্ধে ভারসোভা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন আলিয়া। জানান, যতই প্রভাব খাটান নওয়াজ়, সন্তানদের তার থেকে ছিনিয়ে নিতে দেবেন না তিনি।