শুভ জন্মদিন ‘ইমন’

বাংলা সিনেমার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা নাম, সালমান শাহ। তিনি আর আমাদের মাঝে না থাকলেও এখনও একবিন্দু কমেনি তার জনপ্রিয়তা ও আবেদন। বরং প্রজন্ম থেকে প্রজন্মে আরও অনেক বেশি রঙিন হয়েছে তাকে নিয়ে ভালোবাসার রঙ। আজ আমাদের রূপালি পর্দার চিরসবুজনায়ক সালমান শাহ’র জন্মদিন।

বাংলা সিনেমার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। ১৯৭১ সালের ১৯ই সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্ম শাহরিয়ার চৌধুরী ইমনের। ইমন পড়াশোনা করেন খুলনার বয়রা মডেল হাইস্কুলে। একই স্কুলে চিত্রনায়িকা মৌসুমী ছিলেন তার সহপাঠী।

১৯৮৭ সালে ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন ইমন। পরে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডির মালেকা সায়েন্স কলেজ থেকে বি.কম. পাস করেন।

১৯৮৬ সালে হানিফ সংকেতের কন্ঠে গাওয়া ‘নামটি ছিল তার অপূর্ব’ গানের মিউজিক ভিডিওতে মডেল হওয়ার মাধ্যমেই মিডিয়াতে প্রথম সবার নজর কাড়েন সালমান শাহ। তখনও তিনি ইমন নামেই পরিচিত ছিলেন।

গায়ক হিসেবেও সালমানের পরিচিতি ছিল। ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতির প্রতি দারুণ আগ্রহ ছিল তার। বন্ধুমহলে সবাই তাকে কণ্ঠশিল্পী হিসেবেই চিনতেন। ১৯৮৬ সালে ছায়ানট থেকে পল্লীগীতিতে উত্তীর্ণ হয়েছিলেন তিনি। চলচ্চিত্রে অভিনয়ে আসার আগেই ১৯৯২ সালের ১২ আগস্ট সাবেক ক্রিকেটার শফিকুল হক হিরার কন্যা সামিরার সঙ্গে বিয়ে হয় সালমানের।

রূপালি পর্দায় সালমান সাম্রাজ্যের সূচনা হয় নব্বই দশকের শুরুর দিকে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে। এই সিনেমাতে তার সঙ্গে জুটি বেধেছিলেন চিত্রনায়িকা মৌসুমী। মাত্র চার বছরে ২৭টি সিনেমা করেন তিনি। এর মধ্যে রয়েছে প্রায় দশটি অসমাপ্ত সিনেমা।

সালমান শাহ ছিলেন একজন স্টাইল আইকন। ফ্যাশনের দিক থেকে তিনি ছিলেন সেরাদের সেরা। মাথায় ব্যান্ডেনা, চোখে সানগ্লাস এবং হাতের ব্রেসলেট সবভাবেই তিনি নিজেকে ফুটিয়ে তুলেছেন বড় পর্দায়। আর এভাবেই তরুণদের মাঝে স্টাইল আইকনে পরিনত হন খুব দ্রুতই।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি চলে যান না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। অল্প সময়ের জন্য সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছিলেন, কিন্তু দ্যুতি ছড়িয়ে গিয়েছিলেন তার সুনিপুণ কাজের মাধ্যমে। তার অনুপস্থিতি আর অকাল প্রস্থান আজও পোড়ায় অগণিত মানুষের মন। আজ এ ক্ষণজন্মা অমর নায়কের জন্মদিনে যমুনা নিউজের পক্ষ থেকে রইলো অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন সালমান শাহ।