শাকিব বললেন, পুরনো চাল ভাতে বাড়ে

সিনেমায় নতুন অনেকেরই উত্থান হচ্ছে। এটা ভালো দিক। আমিও এক সময় নতুন ছিলাম। তবে পুরনো চাল ভাতে বাড়ে। নতুনরাও ভালো কাজ করতে করতেই একদিন পুরনো হবে বলে মন্তব্য করেছেন ঢালিউড কিং সুপারস্টার শাকিব খান।

দীর্ঘ ৯ মাস পর যুক্তরাষ্ট্র থেকে বুধবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকায় এসে পৌঁছান তিনি। এরপর সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন এ সুপারস্টার।

এ সময় শাকিব খান বলেন, অভিনয় হলো মানুষের ভেতরের জিনিস। এর প্রতি মায়া থাকতে হবে। শিখে আসলেই যে ভালো অভিনেতা হওয়া যায় তা কিন্তু না। আমি মেধাবী মানুষদের মূল্যায়ন করি।

তিনি আরও বলেন, চমক নিয়ে এসেছি। একটা একটা করে জানাব। তবে আমি সব সময় কাজের মধ্যে ছিলাম। যুক্তরাষ্ট্রে গিয়েও কাজ করেছি। আমি কখনও বসে থাকি না। আমি চাই বাংলা সিনেমা শুধু বাংলাদেশে না, সারাবিশ্বে মুক্তি পাক। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

ভক্তদের উদ্দেশে শাকিব খান বলেন, আমি জানতাম আমার ভক্তরা সব সময় আমার পাশে ছিল। তাদের ভালোবাসায় আমি সিক্ত। দূর-দূরান্ত থেকে আজ মানুষ ছুটে এসেছে আমাকে দেখতে। কষ্ট করেছেন। আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।

বিয়ে প্রসঙ্গে শাকিব বলেন, পরিবার চাচ্ছে বিয়ে করি। দেখি কী হয়। তবে যাই করি, এবার জানিয়ে শুনিয়ে ধুমধাম করে করব, সবাইকে নিয়ে। না জানিয়ে এবার আর কিছু করব না।