Personal Correspondent:
In Lakshmipur সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যার হুমকির ঘটনায় ১৬ জানুয়ারি লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার বরাবর ও চন্দ্রগঞ্জ থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে৷
জানা যায়, গত ১৫ জানুয়ারি সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে দৈনিক সমাচার পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি এবং প্রদীপ্ত ডট নিউজ’র প্রকাশক আনোয়ার হোসেনকে ০১৭১৯-১৪৪১৪৮ নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হয়৷
সাংবাদিক আনোয়ার হোসেন জানান, ‘১৫ জানুয়ারি সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে তাঁর মোবাইল নাম্বারে কল দিয়ে তাঁর অবস্থান জানতে চায় এবং চন্দ্রগঞ্জ বাজারে আসার জন্য বলে। তিনি সন্দেহ করে কারণ জানতে চাইলে সদোত্তর না দিয়ে তাকে হুমকি দাতা বলে, তুলে নিয়ে এসে (অপহরণ) খুন করবে। বর্তমানে হুমকি দাতার লোকজন দিয়ে তাঁকে খোঁজাখুঁজি করছে।’ যে কোন সময় তাকে অপহরণ করে খুন করার আশংকা রয়েছে বলে জানান তিনি৷
এ দিকে সাংবাদিককে হত্যার চেষ্টা ও হুমকিধমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। এ বিষয়ে পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা।