Cultural program on the occasion of Mujib Barsha in Lakshmipur

Personal Correspondent:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে লক্ষ্মীপুরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মার্চ) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে জেলা প্রশাসনের আয়োজনে এ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় করে লক্ষ্মীপুর ‘শিল্পী ফোরাম’ নামে একটি সাংস্কৃতিক সংগঠন।

লক্ষ্মীপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানসাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশাসক সফিরজ্জামান ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য ফরিদা ইয়াসমিন লিকা, লক্ষ্মীপুর সমাচার পত্রিকা’র প্রকাশক ও সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ ও বঙ্গমাতা শেখ ফজিলাতু নেছা মুজিব পরিষদের লক্ষ্মীপুর শাখার সভাপতি মোঃ মনির হোসেনসহ প্রমুখ।

অনুষ্ঠানের শেষে ‘শিল্পী ফোরামে’র পক্ষ থেকে আগত ক্ষুদে নৃত্যশিল্পীদের মাঝে শুভেচ্ছা পত্র প্রদান করেন শিল্পী ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ। অনুষ্ঠানে সঞ্চলনা করেন শিল্পী ফোরামের সভাপতি ড্যানি চৌধুরী শাকিক।