Youth arrested under Digital Security Act in Lakshmipur

Personal Correspondent:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান নির্বাচন কমিশনারসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ব্যঙ্গচিত্র ও কটুক্তি করার অপরাধে মোহাম্মদ বোরহান মিয়াজি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ৷

গ্রেপ্তারকৃত যুবক লক্ষ্মীপুর সদর উপজেলার ১২নং চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের আবুল খায়ের মিয়াজির ছেলে।

১২নং চরশাহী ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবু ছিদ্দিক মুন্না বাদি হয়ে সোমবার (০৮ মার্চ) মোহাম্মদ বোরহান মিয়াজির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন (মামলা নং-০৮) ২০১৮-এর ২৫(২), ২৮(২), ২৯(১), ৩১(২) ধারায় মামলা দায়ের করলে চন্দ্রগঞ্জ থানা পুলিশ একই দিন দুপুরে বোরহানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোহাম্মদ বোরহান মিয়াজি তার ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ ছবি প্রদর্শণসহ লেখালেখি করার অপরাধে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।