Chhatra League protest march and protest meeting in Lakshmipur

Personal Correspondent: 

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৬ ডিসেম্বর) বিকালে জেলা উত্তর তেমুহনী এলাকা থেকে দলের নেতা-কর্মিরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এসে সমবেত হয়। পরে তারা সেখানে একটি প্রতিবাদ সভা করেন।

সভায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর ৩ আসনের সংসদ সদস্য একেএম শাহাজান কামাল, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাছুম, অ্যাডভোকেট রাছেল মাহামুদ মান্না, অ্যাডভোকেট বাবর মাহামুদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন পিপি, নজরুল ইসলাম ভুলু, শেখ জামান রিপন, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেল্লাল, জেলা ছাএলীগের সভাপতি শাহাদাত হোসেন শরিফ ও বিভিন্ন ইউনিটের নেত্ববৃন্দ।

এ সময় বক্তারা বলেন, রাতের আধারে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে তারা দেশের শত্রু। এদের দ্রুত প্রতিহত করা প্রয়োজন। দেশ এখন এগিয়ে যাচ্ছে সে কারনে সরকার বিরোধী কিছু দুস্কৃতিকারী দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে চাচ্ছে। কিন্তু কোন ভাবেই তা মেনে নেওয়া হবেনা। দ্রুত সময়ের মধ্যে এই সকল ব্যাক্তিদের আইনের আওতায় এনে বিচার করা হবে।