own reporter
লক্ষ্মীপুরে অস্ত্রের ভয় দেখিয়ে দুই গৃহবধুকে শারীরিক নির্যাতন চালিয়ে তাদের নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটে নেয়া হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের উত্তর হামছাদী গ্রামে এ ঘটনা। ঘটনার পরে ৯৯৯ কল করে সাহায্য চাওয়া হয়েছে বলে ভুক্তভোগীরা জানায়।
এদিকে করোনা পরিস্থিতির কারনে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়ীতেই অবস্থান করছেন ভিকটিম ওই দুই নারী।
ভুক্তভোগী ও পরিবারের সদস্যরা জানায়, ঘটনার সময় মুখোশ পরা ৫/৬ জন দূর্বুত্তরা স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলামের ঘরে প্রবেশ করে। এসময় পরিবারের পুরুষ সদস্যরা বাড়িতে ছিল না। ঘরে ঢুকে দূর্বুত্তরা ঘরের মালিকের ছেলে প্রবাস ফেরৎ মিজানুর রহমান ও তার ভাইয়ের স্ত্রী ও শিশু সন্তনদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। পরে নগদ ৯৫ হাজার টাকা ও সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায় তারা। পরে তারা ৯৯৯ ফোন করে।
জানতে চাইলে সদর থানার ওসি আজিজুর রহমান মিয়া জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।