Distribution of winter clothes under the initiative of Rampur Blood Bank

Personal Correspondent:

লক্ষ্মীপুর সদর উপজেলার ১২নং চরশাহী ইউনিয়নে সেচ্ছাসেবী সংগঠন Rampur ব্লাড ব্যাংক’র উদ্যোগে এবং রামপুর গ্রামবাসীর সহযোগিতায় শুক্রবার (১লা জানুয়ারি) শতাধিক শীতার্ত ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়৷

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে রামপুর ব্লাড ব্যাংক’র (প্রতিষ্ঠাতা) সভাপতি কাউছার হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রামপুর ব্লাড ব্যাংক’র উপদেষ্টা সাফায়েত হোসেন (স্বপন)৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর ব্লাড ব্যাংক’র উপদেষ্টা আফসার উদ্দিন রোমান, সাজ্জাদুর রহমান (সোহাগ), জনতা ডিগ্রি কলেজের (বাংলা) প্রভাষক মো. রাফি নাহিদ, তিতারকান্দি ভূঁইয়ার হাট ফাজিল (ডিগ্রি) মাদরাসার (আরবী) প্রভাষক ছালেহ্ উদ্দিন প্রমুখ৷