যেকারণে ‘লাল সিং চাড্ডা’র জন্য এক টাকাও পারিশ্রমিক নিলেন না আমির

আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ মুক্তির পর থেকে তর্ক বিতর্কের কেন্দ্র বিন্দুতে। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত তো কারো ছবির কাজ নিয়ে অভিযোগ। ছবির বাজেট ছিল ১৮০ কোটি রূপি কিন্তু এক টাকাও পারিশ্রমিক নিলেন না আমির। কিন্তু কেন? খবর আনন্দবাজারের।

ছবি মুক্তির পর থেকে বক্স অফিসে আশানুরূপ ফল দেখাতে পারেনি আমিরের ‘লাল সিং চাড্ডা’। তাই এই ছবির জন্য কোনও পারিশ্রমিক না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমির।

মুক্তির পর থেকে এখন পর্যন্ত মাত্র ৬০ কোটি টাকা তুলতে পেরেছে আমিরের এই ছবি। এমন পরিস্থিতিতে যদি আমির পারিশ্রমিক নিতেন তাহলে প্রযোজককে ১০০ কোটি টাকার লোকসানে পড়তে হতো। ফলে এবার কম লোকসানের মুখে পড়তে হবে।

এই ছবির জন্য চার বছর ধরে কাজ করেছেন আমির। কিন্তু একটি পয়সাও লাভ করেননি তিনি। প্রযোজনা সংস্থার দাবি, এই ছবির জন্য আমির যা পরিশ্রম করছেন, তার মূল্য ১০০ কোটি টাকার বেশি।