যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে একমত গণফোরাম

সংলাপ শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমরা একমত হতে হয়েছি যে এই ভয়াবহ দানবীয় সরকার, যারা আমাদের সব অর্জনকে ধ্বংস করে দিচ্ছে, তাকে সরিয়ে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করব এবং একটা পার্লামেন্ট তৈরি করব। এই বিষয়ে আমরা সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলন করার ব্যাপারেও একমত হয়েছি।’

বিএনপির মহাসচিব বলেন, গণফোরামের সঙ্গে আলোচনা করে তাদের এই বিশ্বাস জন্মেছে যে এ ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হবে। মির্জা ফখরুল আরও বলেন, বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, দলের ৩৫ লাখ নেতা-কর্মীর মামলা প্রত্যাহার, নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা, সব দলের মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন করা এবং সেই কমিশনের পরিচালনায় সবার কাছে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু নির্বাচনের বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেছেন।

নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে দেশে যে অব্যবস্থাপনা রয়েছে, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে তৈরি করার ব্যাপারে অর্থাৎ রাষ্ট্রকে সংস্কারের একটা প্রস্তাবও আমরা দিয়েছি।’

মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘আমি বিশ্বাস করি, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন চাচ্ছি। এই নির্বাচনটা জনগণের স্বার্থে, মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে চেতনার কথা আমরা বলি, সেই চেতনাটা বাস্তবায়নে আমরা কাজ করে যাব।’

গণফোরাম সভাপতি আরও বলেন, ‘একটি নিরপেক্ষ নির্বাচন ও ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য এখান থেকে এক হওয়ার জন্য আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। এই বিষয়ে আমাদের তরফ থেকে সকলে ঐকমত্যে পৌঁছেছি, আমাদের মধ্যে দ্বিমত নেই।’

সংলাপে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী ও মিডিয়া সেলের সদস্য জহির উদ্দিন স্বপন। মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বে সংলাপে গণফোরামের নির্বাহী সহসভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, মহসিন রশিদ, মহিউদ্দিন আবদুল কাদের, সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরীসহ আটজন নেতা উপস্থিত ছিলেন।

সরকারবিরোধী আন্দোলনে বৃহত্তর ঐক্য গড়তে গত ২৪ মে থেকে সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে বিএনপি। এ পর্যন্ত ১৮টি দলের সঙ্গে সংলাপ হয়েছে।