বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে নির্বাহী পরিচালক মো. মেজবাউল হককে মনোনীত করা হয়েছে। তিনি বর্তমান মুখপাত্র আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হবেন।
রোববার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. গোলাম মোস্তফার সই করা এক অফিস নির্দেশে জানানো হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নির্বাহী পরিচালক জি এম আবুল কালাম আজাদের পরিবর্তে নির্বাহী পরিচালক মো. মেজবাউল হককে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে মনোনীত করা হলো।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র জিএম আবুল কালাম আজাদকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার আগে চার বছরেরও বেশি সময় ধরে এ দায়িত্ব পালন করেন নির্বাহী পরিচলক মো. সিরাজুল ইসলাম।