অবশেষে মুক্তি পেলো মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’। তবে দেশে নয়, কানাডা ও যুক্তরাষ্ট্রের হলে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা। ফারুকীর কোনো সিনেমা দেশের আগেই বিদেশে বাণিজ্যিকভাবে মুক্তির ঘটনা এবারই প্রথম।
নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী জানান, প্রাথমিকভাবে দুই দেশের ৬৯টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে এটি। পর্যায়ক্রমে বিভিন্ন প্রদেশে হলসংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে প্রায় চার বছর ধরে ‘শনিবার বিকেল’ আটকে আছে। এরইমধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রবাসী দর্শকদের মাঝে ‘শনিবার বিকেল’কে ঘিরে আগ্রহ লক্ষ্য করা গেছে। একদিন আগেই বিক্রি হয়ে গেছে সব অগ্রিম টিকিট।
জানা গেছে, সিনেমাটির মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার (৯ মার্চ) যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নির্মাতা ফারুকী। চমক হিসেবে নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেবেন তারা। পর্যায়ক্রমে দুই দেশের অন্য সিনেমা হলগুলোতেও তারা যাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।