মিয়ানমারে ঔপনিবেশিক যুগের আইনে দুই সাংবাদিককে কারাদণ্ড

মিয়ানমারে একটি ঔপনিবেশিক যুগের আইনের অধীনে দুই সাংবাদিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন সামরিক বাহিনী পরিচালিত দেশটির একটি আদালত। উভয়ের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। খবর প্রকাশ করেছে আল-জাজিরা ও ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার (২ জুন) মিয়ানমারের দক্ষিণ মাইইকে অবস্থিত একটি সামরিক আদালত ডেমোক্র্যাটিক ভয়েস অফ বার্মার (ডিভিবি) সাংবাদিক অং কিউ এবং মিজিমা নিউজের জাও জাওকে দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

 

Mizzima condemns jail sentence of journalist | #Mizzima #Myanmar News and Insight https://t.co/taNRTgApZb pic.twitter.com/CDHTXx941t

 

— Mizzima News (@MizzimaNews) June 2, 20গত ১ ফেব্রুয়ারি মিন অং হ্লাইং কর্তৃক অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকে জান্তা সরকার বিরোধী রিপোর্ট করেছিলেন এই দুই সাংবাদিক। সেই অপরাধেই তাদের সাজা দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম দুটির প্রকাশকদের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে।

অং কিউ হলেন জান্তা সরকার কর্তৃক গ্রেফতার হওয়া সংবাদমাধ্যম ডিভিবির তৃতীয় সাংবাদিক। তারা সকলেই মিয়ানমারের নির্বাচিত অং সান সু চি সরকারকে পুনরায় ক্ষমতায় আনার দাবি জানিয়েছিলেন।

ক্ষমতা দখলের পর থেকেই গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করছে জান্তা সরকার। তারা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হাউজের ভবন ভেঙে দিয়েছে। এ ছাড়া ডিভিবি, মিজিমা নিউজসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিল করেছে। পাশাপাশি ইন্টারনেট সংযোগে সীমাবদ্ধতা আরোপসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল বন্ধ করে দিয়েছে।