মিরসরাইয়ে র‍্যাবের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩

গত বুধবার সন্ধ্যায় মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে শান্তিরহাট রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হামলার শিকার হন র‍্যাব সদস্যরা। মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তাঁরা সাদা পোশাকে এলাকায় গিয়েছিলেন।

হামলার আগে একটি কাভার্ড ভ্যান দিয়ে র‍্যাব সদস্যদের গতিরোধ করা হয়। পরে কাভার্ড ভ্যানে থাকা লোকজন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার দেয়। এই চিৎকার শুনে স্থানীয় লোকজন আসে। স্থানীয় লোকজনসহ দুষ্কৃতকারীরা র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় দুই র‍্যাব সদস্যসহ তিনজন গুরুতর আহত হন। আহত র‍্যাব সদস্যরা বর্তমানে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।