মা হলেন সোনাম কাপুর

বহু প্রতীক্ষার পর অবশেষে কাপুর পরিবারে জন্ম নিলো ছোট্ট নতুন সদস্য। শনিবার (২০ আগস্ট) ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী সোনাম কাপুর। তবে ছেলের ছবি এখনও প্রকাশ করেননি তিনি। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

চলতি বছরের মার্চের শুরুতে গর্ভবতী হওয়ার ঘোষণা দিয়েছিলেন সোনাম-আনন্দ আহুজা দম্পতি। তারপর থেকেই নিয়মিত শিরোনামে ছিলেন সোনাম। গর্ভাবস্থায় তার একাধিক ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে বহুবার। তার অনাগত সন্তানের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন ভক্তরা। সকলের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেলো, লন্ডনের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সোনাম কাপুর সন্তানকে স্বাগত জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ২০ আগস্টে আমরা আমাদের পুত্র সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছি। আমাদের পরিবার, বন্ধুমহল এবং চিকিৎসক-নার্স সকলকে ধন্যবাদ, এই পুরো পথচলায় আমাদের সাথে থাকার জন্য। আমরা জানি, এখন কেবল শুরু। তবে আমাদের জীবনে বড় পরিবর্তন এসেছে। সোনামের এই পোস্টের কমেন্ট বক্সে শুভেচ্ছা জানিয়েছেন তার বহু ভক্ত ও শুভাকাঙ্ক্ষি।