UN Secretary General's call to ensure human rights

বাংলাদেশে প্রত্যেকের মানবাধিকার ও আইনের শাসনের সুযোগ পাওয়ার অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানানো হয়।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘তথাকথিত নির্বাচনের নামে সরকারের নির্মম দমনপীড়নের শিকার বাংলাদেশের নির্যাতিত, ভোটাধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে জাতিসংঘের মহাসচিব কী ব্যবস্থা নিচ্ছেন? যেমনটি আমরা গত সপ্তাহান্তে বাংলাদেশে একতরফা ডামি নির্বাচন দেখেছি, যে নির্বাচন ছিল ভোট কারচুপি, ভয়ভীতিতে ভরা। যে নির্বাচন দেশটির সব প্রধান রাজনৈতিক দল বর্জন করেছে।’

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, যেমনটি তারা আগেই বলেছেন, সংস্থাপ্রধান (জাতিসংঘ মহাসচিব) একদম প্রকাশ্যে সব পক্ষকে সব ধরনের সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছেন। প্রত্যেকের মানবাধিকার ও প্রত্যেকের আইনের শাসনের সুযোগ পাওয়ার অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এটি বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহতকরণ ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অপরিহার্য। তারা বাংলাদেশে যে সহিংসতা দেখেছেন, সে বিষয়ে জাতিসংঘ মহাসচিব অবশ্যই উদ্বিগ্ন।