বাংলাদেশে কোনো মাদক উৎপাদিত হয় না দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হয়েও ভৌগোলিকভাবে বিশ্বের প্রধান দুটি মাদক উৎপাদনকারী বলয়ে অবস্থান করছে। বাংলাদেশ মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভারতকে অনুরোধ করার পর তাদের সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলের কারখানা সরিয়ে নিয়েছে। তবে মিয়ানমার থেকে আসা মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘মিয়ানমার থেকে মাদক আসা রোধ করতে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হচ্ছে। সে দেশের কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। এমনকি সরকারের সর্বোচ্চ মহলের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। তারা সবই বোঝে কিন্তু কিছু করে না।’