All the three police stations evaded responsibility due to the gang of trawler robbers in Majhnadi

ইঞ্জিনচালিত নৌকায় (ট্রলার) করে পদ্মা পাড়ি দিতে গিয়ে ডাকাত দলের কবলে পড়েছেন ১৫টি মোটরসাইকেলের ৩০ জন আরোহী। গতকাল বৃহস্পতিবার বিকেলে মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্তে আসার পথে মাঝপদ্মায় আটজনের একটি ডাকাত দল আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে তাঁদের জিম্মি করে। এ সময় দলটি তাঁদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ মালামাল ছিনিয়ে নেয়।

এ ঘটনায় শরীয়তপুরের জাজিরা থানা, মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানা ও মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ঘটনাস্থল তাদের আওতাভুক্ত নয় জানিয়ে ভুক্তভোগীদের সহায়তা না করে দায়িত্ব এড়িয়ে যায়।

দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার মোটরসাইকেল আরোহীরা আগে শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-জাজিরা নৌপথে ফেরিতে করে পদ্মা নদী পার হতেন। পদ্মা সেতু চালু হওয়ার পর নৌপথে ফেরি চলাচল বন্ধ। এদিকে গত ২৬ জুন পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরুর পর ওই রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর ২৭ জুন থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হয়। এর পর থেকে অনেকে ট্রলারে করে মোটরসাইকেল নিয়ে পদ্মা নদী পার হচ্ছেন।