সিনিয়র কর্মকর্তা ‘অপমান’ করায় ভারতের পাঞ্জাবে নিজের সার্ভিস বন্দুক দিয়ে থানার ভেতরেই আত্মহত্যা করেছেন এক এএসআই। আজ শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি ঘটেছে।
মৃত্যুর আগে ওই পুলিশ কর্মকর্তা একটি ভিডিও রেকর্ড করেন। যেখানে তিনি তার জীবন শেষ করার কারণ উল্লেখ করেছেন। সতীশ কুমার নামে ঐ পুলিশ কর্মকর্তা হোশিয়ারপুরের হারিয়ানা পুলিশ স্টেশনে কর্মরত ছিলেন। তিনি অভিযোগ করেছেন, বৃহস্পতিবার টান্ডা পুলিশ স্টেশনের কর্মকর্তা ওঙ্কার সিং তাকে অপমান করেছেন।
ভিডিও রেকর্ডে অনুযায়ী তিনি ওঙ্কার সিংকে বলেছিলেন, আমাকে এভাবে অপমান করার চেয়ে গুলি করে মেরে ফেলুন।
সতীশ সেই ভিডিও রেকর্ডে আরও বলেছেন, অফিসার আমাকে অপমান করেই ক্ষ্যান্ত হননি। আমার বিরুদ্ধে রেকর্ড বইয়ে একটি অভিযোগও দায়ের করেছেন। এই পুরো ব্যাপারটি ঘটেছে কারণ ওঙ্কার তার একটি জবাবে সন্তুষ্ট ছিলেন না। এরপরই তিনি তার জীবন শেষ করার সিদ্ধান্ত নেন।