Mourning at Edust for casualties in Bailey Road fire

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অগ্নিকাণ্ডে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা, আহতদের সুস্থতা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাডভোকেট লিয়াকত সিকদার। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের নিয়ে অগ্নিকাণ্ড প্রতিরোধ বিষয়ক কর্মসূচি আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তিনি অনুরোধ জানান। তিনি বলেন, এর মাধ্যমে গ্রাজুয়েটরা শুধু বিশ্ববিদ্যালয় নয়, পুরো জাতিকে পথ দেখাবে। এ ব্যপারে আমরা যদি কার্যকর কিছু পদক্ষেপ গ্রহণ করি তাহলে আমাদের এই শোকসভা সফল হবে, নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শোকসভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। শিগগিরই ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে অগ্নিকাণ্ড প্রতিরোধে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গাইডলাইন দেওয়া হবে।

শোকসভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সুলতানা পারভীন ও সেলিনা বেগম। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরান চৌধুরী, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহরুখ আদনান খান, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আসলাম খান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. শেখ মো, মমিনুল আলম, এগ্রিবিজনেস বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক ইসরাত জাহান শুচি এবং আইন বিভাগের প্রভাষক মেহজাবীন সাইদা কথা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডে বহুতল ওই ভবনে আগুনে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে।