বিরোধী কোন জোট নিয়ে শঙ্কিত নয় আওয়ামী লীগ

সাত দল নিয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট কিংবা বিএনপির নেতৃত্বে যদি আরও বড় ধরনের কোন জোট গঠিত হয়, তাহলেও শঙ্কিত নয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

দলটির জেষ্ঠ নেতারা বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ার বৈশ্বিক ইস্যুকে কাজে লাগিয়ে এসব জোটের আন্দোলন রাজপথেই মোকাবেলা করবে আওয়ামী লীগ।

সেই সঙ্গে আওয়ামী লীগের নেতারা হুশিয়ার করে দিয়ে বলেছেন, সহিংসতা করে বা বিদেশীদের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার দিন শেষ হয়ে গেছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ভোলায় পুলিশের সাথে সংঘর্ষে দুই নেতার মৃত্যুর প্রতিবাদে প্রায় প্রতিদিনই সভা-সমাবেশ করছে বিএনপি।

সেই সঙ্হে চলছে বিএনপি নেতৃত্বে জোট গঠনের প্রক্রিয়া। এরিমধ্যে বিএনপি ঘনিষ্ট কয়েকটি দল গঠন করেছে সাত দলীয় জোট। সরকার পতনে আন্দোলনে নামার কথা বলছে তারাও।

তবে সরকারবিরোধী কোন জোট বা ঐক্য নিয়ে চিন্তিত নয় আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির নেতারা বলছেন, এই দলগুলোর সামনে রাজনৈতিক তেমন কোন ইস্যু নেই।

কারণ, জ্বালানি তেলের দাম বেড়েছে বৈশ্বিক প্রেক্ষাপটে। আর, ভোলার ঘটনা বিচ্ছিন্ন। তাই, বিএনপিকে রাজপথেই মোকাবেলা করবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ হুশিয়ারী দিয়েছে, বিদেশীদের দরজায় ধর্ণা দিয়ে আর ২০১৩, ১৪ ও ১৫ সালের মতো ধ্বংসাত্মক কর্মকান্ড করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কারো পূরণ হবে না।

ক্ষমতাসীন দলের নেতারা জানিয়েছেন, একদিকে নির্বাচনের প্রস্তুতি অন্যদিকে সরকারবিরোধী আন্দোলন মোকাবেলা করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেয়া হচ্ছে।