Kazi Enterprises Limited's pavilion received an award at the trade fair

মনোরম ডিজাইন ও সুষ্ঠু সঞ্চালনের জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৩-এ বেস্ট পিএমপি ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার বিজয়ী হয়েছে কাজী এন্টারপ্রাইজেস-এর প্যাভিলিয়ন। সমাপনী অনুষ্ঠানে কাজী এন্টারপ্রাইজেস-কে এই পুরস্কার প্রদান করা হয়।

গেলো ৩১ জানুয়ারি শেষ হলো ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৩।

ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রে ১ জানুয়ারি এই মেলা শুরু হয়।

এবারের মেলায় ১০টি দেশের ১৭টি প্রতিষ্ঠান অংশ নেয়।

মেলায় বিদেশি প্রতিষ্ঠানের জন্য ছিলো ১৭টি প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও স্টল । এছাড়া দেশি-বিদেশি প্রতিষ্ঠানের জন্য দু’টি হলের বাইরে মিলে মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন ছিলো।