বলিউডে ৩৪ বছর, নতুন ছবির নতুন লুকে সালমান খান

একে একে ৩৪টি বছর পার হয়েছে, এখনও সালমান খানের ছবি মানেই হাউজফুল। ১৯৮৮ সালের ২৬ আগস্ট ‘বিবি হো তো অ্যায়সি’ ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটে সালমান খানের। ২০২২ সালের ২৬ আগস্টে ঠিক ৩৪ বছরের মাথায় আরও একটি নতুন ছবির ঘোষণা দিয়েছেন সালমান খান। তবে ছবির নাম প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন জল্পনা। খবর দ্য হিন্দুর।

শুক্রবার (২৬ আগস্ট) নিজের নতুন ছবির নাম ঘোষণা করেন সালমান। ‘কিসি কা ভাই… কিসি কি জান’। সালমান জানিয়েছেন নতুন ছবিটি অ্যাকশন, কমেডি এবং রোম্যান্স ঘরানার। সেই সাথে ছবিতে তার নতুন একটি লুকও প্রকাশ করা হয়েছে।

তবে ‘কাভি ঈদ, কাভি দিওয়ালি’ নামের তার আরও একটি ছবির শ্যুটিং চলছে সালমানের। কোনো কারণে সেই ছবির নামই পরিবর্তন করে ‘কিসি কা ভাই… কিসি কি জান’ রাখা হয়েছি কিনা তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

এদিকে, এক গুচ্ছ ছবি রয়েছে সালমানের ঝুলিতে। সেই তালিকায় রয়েছে ক্যাটরিনা কাইফের সাথে ‘টাইগার ৩’ এবং ‘বাজরঙ্গি ভাইজান ২’। শাহরুখ খানের ‘পঠান’ ছবিতেও অতিথি চরিত্রে দেখা যাবে তাকে।