Current government has improved the quality of life of workers: Deputy Speaker

বর্তমান সরকার শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ঘটিয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট  শামসুল হক টুকু।

 

মে দিবস উপলক্ষে আজ সোমবার জাতীয় শ্রমিক লীগ সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত র‍্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

টুকু বলেন, বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার, বেতন-ভাতা বৃদ্ধি ও জীবনমানের উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সরকার সকল শ্রমিকের শ্রমের যথাযথ মূল্যায়নের মাধ্যমে পর্যায়ক্রমে ঐতিহাসিক মে দিবসের দাবি পূর্ণ বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের যথাযথ মজুরি পরিশোধে নির্দেশনা দিয়েছিলেন। তার দর্শন ছিল, ‘শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্মেন্টস-শ্রমিকদের মজুরি দফায় দফায় বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন এবং তাদের মজুরি আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। চা-শ্রমিকসহ অন্যান্যদের মজুরিও বৃদ্ধি পেয়েছে।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সিএনজি মালিক-শ্রমিক সমিতি ও সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রবিউল করিম হিরু প্রমুখ।

এর আগে মে দিবস উপলক্ষে একটি র‍্যালি বরে হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেনসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশার শ্রমিকগণ র‍্যালিতে অংশগ্রহণ করেন।