চিঠিতে উল্লেখ করা হয়, ‘বরগুনা শিল্পকলা একাডেমিতে গতকাল অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ও হামলার ঘটনা তদন্তের স্বার্থে দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হলো।’ কমিটির সদস্যরা হলেন—কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বেলাল হোসেন ও উপতথ্য ও গবেষণা সম্পাদক মো. আবদুর রশিদ। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।