ব্রেক্সিটের পর ইংলিশ চ্যানেলে মাছ ধরা নিয়ে তীব্র বিবাদ শুরু হয়েছে ফ্রান্স এবং যুক্তরাজ্যের। বৃহস্পতিবার ইংলিশ চ্যানেল থেকে যুক্তরাজ্যের একটি মাছ ধরার নৌকা আটক করে ফ্রান্স। এরপরেই যুক্তরাজ্যে ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় প্রশাসন।
ব্রিটেন বৃহস্পতিবার জানিয়েছে, তারা বেক্সিট পরবর্তী মাছ শিকারের অধিকারকে কেন্দ্র করে ক্রমবর্ধমান বিরোধের প্রেক্ষাপটে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে।
প্রধানমন্ত্রী বরিস জনসনের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা এ বিষয়ে সংঘাতের ভাষায় দুঃখপ্রকাশ করছি যা ফরাসি সরকার ধারাবাহিকভাবে ব্যবহার করে আসছে
এতে আরও বলা হয়, ‘পরবর্তী পদক্ষেপের হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে পাঠাতে ইউরোপ আমেরিকা ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী মর্টনকে নির্দেশনা দেন। সূত্র: এএফপি