Mainstreaming of the disabled: Social Welfare Minister

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ-সামাজিক কার্যক্রমের মূলধারায় সম্পৃক্ত করা হবে। এ লক্ষ্যে তাদের সঠিক পরিসংখ্যান নির্ণয়ে কাজ করছে সরকার। প্রতিবন্ধীবান্ধব পরিবেশ গঠনসহ তাদের অধিকার প্রতিষ্ঠায়ও সরকার বদ্ধপরিকর।’

আজ সোমবার কক্সবাজারে স্থানীয় একটি হোটেলের সম্মেলনকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের শনাক্তকরণ ও সঠিক পরিসংখ্যান নির্ণয়ের লক্ষ্যে কার্যকর টুলস প্রণয়নের লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক মো শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো খায়রুল আলম সেখ, সমাজকল্যাণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক কাজী নাজিমুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন।

তিন দিনব্যাপী এ কর্মশালায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ এনডিডি বিশেষজ্ঞ, চিকিৎসক, শিশু নিউরোলজিস্ট অংশ নিচ্ছেন। এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতাভিত্তিক সঠিক পরিসংখ্যান করা, প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা আইন বাস্তবায়ন, প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশে সহায়তা করাসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।